Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউস

খ) যোগাযোগ ব্যাবস্থা

যোগাযোগ

আবাসন সুবিধা ও রুম ভাড়া

রুমে আসবাবপত্র ও অন্যান্য সুবিধা

০১। ঢাকা হতে সড়ক পথে ঃ গুলিস্থান / সায়েদবাদ হতে বাসযোগে মাওয়া শরীয়তপুরগামী বাসে করে শরীয়তপুর ডিসিকোর্ট  বাস কাউন্টারের সম্মুখে নেমে তিনশত গজ পূর্ব দক্ষিণ কর্নারে অবস্থিত শরীয়তপুর সার্কিট হাউজ।

০২। ঢাকা হতে নৌ-পথেঃ ঢাকা সদরঘাট লঞ্চঘাট থেকে শরীয়তপুরগামী লঞ্চে ণড়িয়া উপজেলার চন্ডিপুর লঞ্চঘাটে নেমে শরীয়তপুর গামী বাসে করে শরীয়তপুর ডিসিকোর্ট  বাস কাউন্টারের সম্মুখে নেমে তিনশত গজ পূর্ব দক্ষিণ কর্নারে অবস্থিত শরীয়তপুর সার্কিট হাউজ।

আবাসন সুবিধাদিঃ সার্কিট হাউজ থেকে পাঁচশত গজ অদুরে সরকারী হাসপাতাল, নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করণ, বিদ্যুৎ, চার্জার, খাবার সরবরাহ এবং সার্বক্ষণিক ভাবে সার্কিট হাউজের লোকবল উপস্থিতি।

১। রুম ভাড়াঃ সরকারী কর্মকর্তাদের জন্য ১-৩ দিন পর্যমত্ম ২০/- টাকা।

২। বেসরকারী কর্মকর্তাদের জন্য ১-৩ দিন ২০০/- টাকা।

 

রুমের অন্যান্য সুবিধাঃ প্রতিটি সাধারণ কক্ষে সংযুক্ত বাথরুম/টয়লেট, উন্নতমানের বেড, আলনা, সোকেস, চেয়ার, টেবিল, বিদ্যুৎ, কলিংবেল ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত।

গ) কক্ষ ভাড়া

 

রুম নম্বর ও নাম

ভিআইপি / ননভিআইপি

এসি / ননএসি

কনফারেন্স রুম ক্ষমতাসহ

কম্পিউটার / ইন্টারনেট

টিভি দেখার সুবিধা

বেক-আপ জেনারেটর সুবিধা

ইনডোর- আউট ডোর খেলার সুবিধা

২য় তলা  ১ ও ২ নম্বর রুম

ভিআইপি

এসি

সিটিং ক্ষমতা ১৫০ জন।

কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ নেই।

ভিআইপি-১ নম্বর কক্ষে এবং কনফারেন্স রুমে টিভি দেখার সুবিধা রয়েছে।

সার্কিট হাউজে এখনো জেনারেটর স্থাপন করা হয়নি।

সার্কিট হাউজ মাঠে লং টেনিস খেলার গ্রাউন্ড তৈরী করায় খেলার সুবিধা আছে

 

 

ঘ) সার্কিট হাউজের জনবল

 

ক্রমিক নং

পদের নাম

অনুমোদিত পদের সংখ্যা

বিদ্যমান পদের

সংখ্যা

শূণ্য পদের

সংখ্যা

মমত্মব্য

বিয়ারার

০৩

০৩

---

 

চৌকিদার

০৩

০৩

---

 

কুক

০১

০১

---

 

মালী

০১

০১

---

 

মশালচী

০১

০১

--

 

ঝাড়ুদার

০১

০১

---

 

 

মোট =

১০

১০

---