ক্রমিক নং |
কার্যক্রম |
গৃহীত পদক্ষেপ |
০১ |
স্থানীয় সরকার শাখার বেতন ভাতাসহ অন্যান্য কার্যক্রম। |
প্রধান সহকারী প্রতিমাসের শেষে বিল প্রস্তত করেন। উপ-পরিচালকের স্বাক্ষরে জেলা হিসাব রক্ষণ অফিস হতে উত্তোলন ক্রমে সংশিষ্টদের সরাসরি প্রদান করা হয়। |
০২ |
সভা । |
1)জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, 2)জেলা জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা। |
০৩ |
পরিদর্শন/তদারকি। |
উপ-পরিচালক কর্তৃক প্রতি মাসে ৪টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ৪টি ইউপির সভায় উপস্থিত থেকে সভার কার্যধারা পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান এবং ১টি ৩য় শ্রেণীর পৌরসভা পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ। |
০৪ |
প্রশিক্ষণ |
স্থানীয় সরকার,পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,এনআইএলজি,ডিএলজি,শরীয়তপুর কর্তৃক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণের আয়োজন। |
০৫ |
অভিযোগ তদন্ত বিষয়ক |
ইউপি চেয়ারম্যান/সদস্য ও সচিবদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত ও প্রতিবেদন প্রেরণ। |
০৬ |
ইউপি চেয়ারম্যান/সদস্য,সচিব ও গ্রাম পুলিশদের বেতন ও সম্মানী ভাতা (সরকারী অংশ)।
|
জেলা প্রশাসক মহোদয়ের অনুকূলে বরাদ্দ প্রাপ্ত অর্থ চেকের মাধ্যমে বিতরণ। |
|
0
Ø স্থানীয় সরকার শাখার বেতন ভাতাসহ অন্যান্য কার্যক্রম ।
Ø জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
Ø জেলা জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা।
Ø উপ-পরিচালক কর্তৃক প্রতি মাসে ০৪টি ইউনিয়ন পরিষদ, ০৪টি ইউপি পরিষদ পরিদর্শন।
Ø স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এনআইএলজি, ডি এলজি প্রশিক্ষণ ।
Ø ইউ,পি চেয়ারম্যান/সদস্য সচিব ও গ্রাম পুলিশদের বেতন ও সম্মানী ভাতা (সরকারী অংশ)।
Ø রিপোর্ট রির্টাণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS