Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফতেহজংপুর দুর্গ
স্থান
নড়িয়া উপজেলা, শরীয়তপুর।
কিভাবে যাওয়া যায়
শরীয়তপুর থেকে বাসে নড়িয়া যেতে হবে এরপর নড়িয়া থেকে রিক্সায় ফতেজংপুর দূর্গে যাওয়া যায়।
বিস্তারিত

মুঘল সেনাপতি রাজা মানসিংহ যখন বিক্রমপুর আক্রমণ করেন তাখন তার সহযোগী যোদ্ধাগণ এখানকার রাজা কেদার রায় কর্তৃক পরাস্ত হয়ে শ্রীনগরে আশ্রয় নিয়েছিলেন। মানসিংহ তাদেরকে উদ্ধারের জন্য তার সেনাবাহিণী প্রেরণ করেন। ফলে প্রচন্ড যুদ্ধ সংঘঠিত হয়। কেদার রায় এ যুদ্ধে আহত হয়ে মৃত্যমুখে পতিত হন। জয় চিহ্ন স্বরুপ মানসিংহ শ্রীনগরের নাম পরিবর্তন করে ফতেজঙ্গপুর রাখেন।