শিরোনাম
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণকর্মচারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিমাসে এক বা একাধিক ‘মাস সেরা গণকর্মচারী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান জেলা প্রশাসনে কর্মরত গণকর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে” এই বিশ্বাসকে উপজীব্য করে জেলা প্রশাসন, শরীয়তপুর আজ ০১ ফেব্রুয়ারি ২০২১ দু’জন সেরা গণকর্মচারীকে তাঁদের জানুয়ারি ২০২১ মাসের কর্মতৎপরতার মূল্যায়ন করলো। পেশাগত জ্ঞান ও দক্ষতা; সততার নিদর্শন; শৃঙ্খলাবোধ; উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও সেবা গ্রহীতার সঙ্গে আচরণ এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে আগ্রহ (ই-নথি, ই-মিউটেশন, অন্যান্য অফিস অ্যাপ্লিকেশন/এ্যাপস ইত্যাদি) এর ভিত্তিতে জনাব গোবিন্দ চক্রবর্ত্তী, সাঁট মুদ্রাক্ষরিক, সাধারণ শাখা ও জনাব জি. এম মোর্শেদ সবুজ, অফিস সহায়ক, এসএ শাখা-কে নির্বাচন করা হয়েছে মাস সেরা গণকর্মচারী-জানুয়ারি, ২০২১ হিসেবে। আমাদের বিশ্বাস, এ স্বীকৃতি তাঁদের করবে আরও উদ্যোগী, উৎসাহী। অন্যদের দেবে অফুরন্ত অনুপ্রেরণা। ফলে গণকর্মচারীদের মধ্যে গড়ে উঠবে সুস্থ প্রতিযোগিতা, যা পুরো জেলা প্রশাসনকে করবে জনকল্যাণমুখী, জনবান্ধব ও উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগামী অভিযাত্রী। অভিনন্দন প্রিয় সহকর্মী জনাব গোবিন্দ চক্রবর্ত্তী, সাঁট মুদ্রাক্ষরিক, সাধারণ শাখা ও জনাব জি. এম মোর্শেদ সবুজ, অফিস সহায়ক, রাজস্ব শাখা-কে এ অগ্রযাত্রায় অগ্রনায়ক হিসেবে মাস সেরা গণকর্মচারী-জানুয়ারি, ২০২১ হিসেবে মনোনীত হওয়ায়। আপনাদের জীবন সুন্দর, সফল ও সার্থক হোক।