শিরোনাম
'বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ' প্রিয় মাতৃভূমির এই অনন্য অর্জন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, শরীয়তপুর কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান হিসেবে আজ (২৮/০৩/২০২১) সন্ধায় জেলার বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সী আবদুর রউফ স্টেডিয়ামে "স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" শীর্ষক সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন (অপু), মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর; জনাব অনল কুমার দে, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শরীয়তপুর জেলা শাখা; জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, শরীয়তপুর এবং নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, শরীয়তপুর। এছাড়াও জেলার সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর। পরবর্তীতে জেলা প্রশাসক, শরীয়তপুর মেলায় অংশগ্রহনকারী সকল দপ্তর প্রধানগণের নিকট সনদ হস্তান্তর করেন এবং কুইজ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর পরপরই জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দুই দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।