শিরোনাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (০১-০৩-২০২১) সোমবার বিকাল ৩:০০ টায় বাংলাদেশ সেনাবাহিনী; জেলা প্রশাসন, শরীয়তপুর ও জেলা পুলিশ, শরীয়তপুর এঁর উদ্যোগে আয়োজিত "বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১" শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় নির্মানাধীন পদ্মা বহুমুখী সেতুর জাজিরা নাওডোবা প্রান্তে টোলপ্লাজা হইতে পাচ্চর (শিবচর, মাদারীপুর) মুখী মহাসড়কে অনুষ্ঠিত হয়। উক্ত ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, ম্যারাথন পরবর্তী পুরস্কার বিতরণী ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম (সংসদ সদস্য শরীয়তপুর-২)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ ইকবাল হোসেন, শরীয়তপুর-০১, জনাব মোঃ কামরুল হাসান(এনডিসি), ব্রিগিডিয়ার জেনারেল, কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড, শরীয়তপুর, জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, জনাব মোঃ ছাবেদুর রহমান (খোকা সিকদার), চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি, বাংলাদেশে আওয়ামীলীগ, শরীয়তপুর জেলা শাখা, জনাব এস এম আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, লে. ক. সামি উদ দৌলা, জি সি ও, ২৮ ই বি রেজিমেন্ট, জাজিরা সেনা ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ ও জেলা প্রশাসন, শরীয়তপুরের বিভিন্ন কর্মকর্তা সহ জেলার অন্যান্য কর্মকর্তাগণ।