Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ ২৬ এপ্রিল দুপুর ২টায় শরীয়তপুর জেলার সদর উপজেলাধীন করোনায় কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও লবণ। সদর উপজেলার ৪০০ জন শ্রমজীবী মানুষের মধ্যে স্বাস্হ্যবিধি মেনে এ ত্রাণ বিতরণ করা হয়। কর্মহীন এসব মানুষের তালিকায় বাস শ্রমিক, নির্মান শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক,দিন মজুর ও বেকার জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে। শরীয়তপুর জেলার শ্রদ্ধেয় জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান স্যারের সরব উপস্থিতি ও নির্দেশনায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মনদীপ ঘরাই। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শরীয়তপুর; সিভিল সার্জন,শরীয়তপুর; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শরীয়তপুর; সহকারী কমিশনারবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দ। পর্যায়ক্রমে কাল থেকে অন্যান্য উপজেলা ও ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।