ঐতিহ্যবাহী শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর জেলার বৃহত্তম সরকারি কলেজ। ১৯৭৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮০ সালে জাতীয়করণ করা হয়। কলেজটিতে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। কলেজে ১১টি বিষয়ে অনার্স কোর্স এবং ০৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। বাংলাদেশ সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। বিগত ৩ বছরের মধ্যে কলেজের ভৌত অবকাঠামোগত ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। ১টি নতুন প্রশাসনিক ভবন, ১টি নতুন একাডেমিক ভবন স্থাপিত হয়েছে। অন্যান্য অবকাঠামোগুলোর পর্যাপ্ত সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ১টি মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপিত হয়েছে, যা কলেজের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এবং ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে বিশেষ ভূমিকা পালন করছে। কয়েকটি অনার্স বিভাগসহ উচ্চমাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত ডিজিটাল পদ্ধতির পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। কলেজে এক্সট্রা-কারিকুলাম কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের আউটডোর ক্রীড়ার ব্যবস্থা আছে। সাহিত্য ও সাংস্কৃিতক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে সবসময় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। জেলা পর্যায়ের জাতীয় দিবসগুলোতে বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ ইত্যাদি ক্ষেত্রে কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
পদ্মা, মেঘনা আর কীর্তিনাশা বেষ্টিত শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রাতষ্ঠান শরীয়তপুর সরকারি কলেজ। শরীয়তপুর জেলার শিক্ষাবিস্তারের ক্ষেত্রে এ শিক্ষাপ্রাতষ্ঠান অসাধারণ ভূমিকা রেখে চলেছে। ০৯ জুন ১৯৭৮ খ্রিস্টাব্দে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠা করেন তৎকালীন মহাকুমা প্রশাসক মো. আমিনুর রহমান। ০১ মার্চ ১৯৮০ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান জাতীয়করণ হয়। ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে শরীয়তপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স প্রবর্তনের মধ্য দিয়ে শরীয়তপুর জেলার উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শরীয়তপুর সরকারি কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট শিক্ষার্থীদের তথ্য
ক্রম |
শ্রেণি |
ছাত্র |
ছাত্রী |
মোট শিক্ষার্থী |
০১ |
উচ্চ মাধ্যমিক (একাদশ) |
৭৫৮ |
৬৭১ |
১৪২৯ |
০২ |
উচ্চ মাধ্যমিক (দ্বাদশ) |
৭২৩ |
৫৯২ |
১৩১৫ |
০৩ |
ডিগ্রী (পাস) |
৯৫৬ |
৭৭৫ |
১৭৩১ |
০৪ |
ডিগ্রী (প্রাইভেট) |
১৩৭ |
১৭৭ |
৩১৪ |
০৫ |
স্নাতক (সম্মান) |
১৮১৩ |
১৭০৬ |
৩৫১৯ |
০৬ |
মাস্টার্স |
১৩৬ |
১৫৬ |
২৯২ |
|
সর্বমোট |
৪৫২৩ |
৪০৭৭ |
৮৬০০ |
শরীয়তপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিগত ৫ বছরের চুড়ান্ত ফলাফলের বিবরণীঃ
পরীক্ষার সন |
মোট শিক্ষার্থী |
পাস |
পাসের হার |
২০২০ |
১৫৭৫ |
১৫৭৫ |
১০০% |
২০১৯ |
১৫১৯ |
১০২৯ |
৬৭.৭৪% |
২০১৮ |
১৩৮৯ |
৮০৯ |
৫৮.২৪% |
২০১৭ |
১২২৩ |
৮১০ |
৬৬.২৩% |
২০১৬ |
১৩০৮ |
৯৬২ |
৭৩.৫৫% |
শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর
ধানুকা, শারীয়তপুর সদর, শারীয়তপুর
ফোনঃ +৮৮০১৭১৮১৬৩৪৬৪
ই-মেইলঃ shariatpurgovcollege@yahoo.com
ফেসবুক পেইজঃ facebook.com/ShariatpurGovtCollege
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস