Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারন শাখা
নাগরিক সেবা

সিটিজেন চার্টার (সাধারণ শাখা)

জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।

 

 

১।       কেন্দ্রীয় পত্র গ্রহণ ও বিতরণ -০২ দিন ( জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষর সাপেক্ষে)

২।       কেন্দ্রীয় পত্র প্রেরণ -০১ দিন।

৩।      এনজিওদের নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করা হয়। সর্বোচ্চ ১৫ দিন তদন্ত সাপেক্ষে।      (এনজিও ব্যুরোর নির্দেশনা মোতাবেক)     

৪।       এনজিওদের প্রত্যয়নপত্র প্রেরণ করা হয়, সর্বোচ্চ ৩০-৪০দিন তদন্ত সাপেক্ষে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর      নির্দেশনা মোতাবেক)

৫।       ভর্তুকি সারের বিক্রয় রশিদে জেলা প্রশাসক মহোদয়ের প্রতিস্বাক্ষর অনধিক ৭ দিন।

৬।      স‘মিলের আবেদন প্রাপ্তির সাত দিনের মধ্যে ইউএনও এবং বিডিআর এর রিপোর্ট পাওয়ার পর লাইসেন্স প্রদানের জন্য বিভাগীয় বন কর্মকর্তার নিকট প্রেরণ।

৭।       রাইস মিল এর আবেদন প্রাপ্তির সাত দিনের মধ্যে ইউএনও এবং বিডিআর এর রিপোর্ট পাওয়ার পর লাইসেন্স প্রদানের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক, কুমিল্লা এর নিকট প্রেরণ করা হয়।

৮।      হজ্জ বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়সীমা অনুসরন করা হয়।

 

 

 

 

 


চলতি প্রকল্পসমূহ


কার্যক্রম


যোগাযোগ
জেলা প্রশাসকের কার্যালয় ২য় তলা,সাধারন শাখা, শরীয়তপুর।
ভারপ্রাপ্ত কর্মকর্তা