জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।
সিটিজেন চার্টার (রেকর্ড রুম শাখা)
জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।
জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর এর রেকর্ড রুম শাখা হতে জনসাধারনকে নিম্নোক্ত সেবাসমুহ প্রদান করা হয়।
সি.এস., দিয়ারা, খতিয়ানের নকল।
আর.এস ম্যাপের মূল কপি।
সকল ফৌজদারী ও রাজস্ব সংক্রান্ত মামরার নকল।
আর.এস ও বি.আর.এস খতিয়ানের নকল।
এস.এ খতিয়ানের নকল।
বি.আর.এস ম্যাপের মূলকপি।
জেলা রেকর্ড রুমে রক্ষিত বিভিন্ন রেকর্ড পত্রাদির সইমোহর নকল পাওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় এর রেকর্ড রুমের গেইটে সপ্তাহের প্রতিদিন সকাল ৯.০০ টা হতে দুপুর ১২.০০টা পর্যন্ত দরখাস্ত গ্রহন করা হয়। প্রতিদিন দুপুর ১২টার পর থেকে সেবা বিলি করা হয়। রেকর্ড রুম শাখা হতে নিম্নোক্ত ক্যাটাগরিতে জনসাধারনকে সেবা প্রদান করা হয়।
ক্রমিক নং |
সেবার ধরণ |
প্রাপ্তির ধরণ |
সেবার সময়সীমা |
কোর্ট ফি (নির্ধারিত) |
কোর্ট ফি/অতিরিক্ত ফি |
০১ |
নকল প্রাপ্তি |
সাধারণ সময়ে |
আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৭ (সাত) দিনের মধ্যে সেবা পেতে চাইলে। |
আট (০৮) টাকার কোর্ট ফি (দরখাস্তের সাথে)। |
এক (০১) টাকার কোর্ট ফি (প্রতি খতিয়ানের জন্য)। |
|
|
জরুরী ভিত্তিতে |
আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৩ (তিন) দিনের মধ্যে সেবা পেতে চাইলে। |
ষোল (১৬) টাকার কোর্ট ফি (দরখাস্তের সাথে)। |
দুই (০২) টাকার কোর্ট ফি (প্রতি খতিয়ানের জন্য)। |
০২ |
মৌজা নকশা |
সাধারণ সময়ে |
আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৭ (সাত) দিনের মধ্যে সেবা পেতে চাইলে। |
আট (০৮) টাকার কোর্ট ফি (দরখাস্তের সাথে)। |
নকশা প্রতি তিনশত পঞ্চাশ (৩৫০) টাকার সোনালী ব্যাংকে চালানের রশিদ। |
|
|
জরুরী ভিত্তিতে |
আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৩ (তিন) দিনের মধ্যে সেবা পেতে চাইলে। |
ষোল (১৬) টাকার কোর্ট ফি (দরখাস্তের সাথে)। |
নকশা প্রতি তিনশত পঞ্চাশ (৩৫০) টাকার সোনালী ব্যাংকে চালানের রশিদ। |
জিজ্ঞাসা, মতামত ও অভিযোগের নিষ্পত্তির জন্য যোগাযোগ করন :
|
|
|
|
|
|
কোন প্রকল্প চলমাননেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস