Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ট্রেজারী শাখা
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়, ১ম তলায়, উত্তর পাশ্বে, শরীয়তপুর।


নাগরিক সেবা

 

 

সিটিজেন চার্টার (ট্রেজারী শাখা)

জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।

 

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা গ্রহনকারী

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

০১।

বিভিন্ন ধরনের স্ট্যাম্প সরবরাহ।

লাইসেন্সধারী স্ট্যাম্প ভেন্ডার ব্যাংক সমূহ, পোস্ট অফিস ও এনজিও সমূহ

স্ট্যাম্পের মূল্য চালানের মাধ্যমে সোনালী ব্যাংক, শরীয়তপুর শাখায় জমা প্রদান করে চালানের ০১(এক) কপি ট্রেজারীতে প্রদর্শন করে স্ট্যাম্প গ্রহণ করতে হয়।

০২।

সোনালী ব্যাংক, শরীয়তপুর শাখার চাবি সংরক্ষণ।

সোনালী ব্যাংক, শরীয়তপুর শাখা।

কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যথাযথভাবে সীলগালা করে চাবি সংরক্ষণ করা হয়।

০৩।

প্রত্নতাত্ত্বিক সম্পদ ও মূল্যবান সম্পদ সংরক্ষণ।

--

প্রাপ্তির পর রেজিষ্টার লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হায়।

০৪।

আগ্নেয়াস্ত্র সংরক্ষণ

--

লাইসেন্স বাতিলকৃত আগ্ন্রেয়াস্ত্র ট্রেজারীতে জমা হলে তা  রেজিষ্টারে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়।

০৫।

জেলা প্রশাসক গোল্ড কাপ সংরক্ষণ।

--

রেজিষ্টারে লিপিবদ্ধ করে জেলা প্রশাসক গোল্ডকাপ সংরক্ষণ করা হয়।

০৬।

ভেন্ডার লাইসেন্স প্রদান

লাইসেন্স পেতে আগ্রহী প্রার্থীগণ

বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৭।

প্রশ্নপত্রসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার গোপনীয় কাগজপত্র সংরক্ষণ।

শিক্ষা প্রতিষ্ঠান

অনুমোদন সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৮।

পাসপোর্ট সংরক্ষণ

পাসপোর্ট অফিস, শরীয়তপুর।

পাসপোর্ট অফিস কর্তৃক প্রেরিত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৯।

নির্বাচনী মালামাল সংরক্ষণ

নির্বাচন কমিশন

কর্তৃপক্ষের অনুমোদন মোতাবেক নির্বচনী মালামাল সংরক্ষণ ও প্রদান করা হয়।

১০।

কর্তৃপক্ষের নিদের্শক্রমে মালামাল, গুরত্বপূর্ণ বস্ত্ত সংরক্ষণ।

--

কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিধি মোতাবেক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

 


কার্যক্রম

A


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়,২য় তলা, শরীয়তপুর।

উচ্চমান সহকারী (ট্রেজারী শাখা):0196 11 33 554


ছবি
www.shariatpur.gov.bd/dcoffice_section/88fa5848_2015_11e7_8f57_286ed488c766/yasinarafaht_1.jpg